Free Essay

Ait Bangladesh

In: Business and Management

Submitted By asad1230
Words 1443
Pages 6
ডায়াবেটিস রোগীর করনীয় ও বিশেষ সুখবর
তারিখঃ ১৭ ডিসেম্বর,১৩ সময়ঃ৬:৪০
হেল্থ ডেস্ক:
ডায়াবেটিস নামক ঘাতক রোগটি দিন দিন বেড়েই চলেছে। সারা পৃথিবীতে ২৮৫ মিলিয়ন মানুষ নীরব ঘাতক ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং এর শতকরা ৭০ ভাগই দরিদ্র ও মধ্য আয়ের দেশগুলোতে। ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা দ্বিগুণ হতে পারে।
মনুষের ওজন বৃদ্ধি পাচ্ছে, কায়িক শ্রম ও ব্যায়াম কমে যাচ্ছে, মানসিক চাপ বাড়ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে ইত্যাদি কারণে আনুপাতিক হারে ডায়াবেটিসের রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। অধিক ক্যালরিসমৃদ্ধ ও অধিক চর্বি-শর্করা জাতীয় খাদ্য গ্রহণের অভ্যাস শিশু কিশোরদের স্থূলতা বাড়াচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খেলার মাঠের অভাব, বিদ্যালয়ে শরীর চর্চা বা খেলাধূলার সংস্কৃতির বিলোপ, টেলিভিশন আর কম্পিউটার গেম ও ফেসবুক, শহরে অলস জীবন, গাড়ি-লিফট, চলন্ত সিঁড়ি ব্যবহারের প্রবণতা। অনেক বাচ্চাদের বেলায় ছেলেবেলা থেকেই পড়াশোনার অত্যধিক প্রতিযোগিতা, মাত্রাতিরিক্ত মানসিক চাপ, খেলা ধূলার প্রতি অনীহা বা পড়াশোনার ব্যস্ততায় সময়ের অভাব, মানুষকে আরো বেশি অলস জীবন যাপনে অভ্যস্ত করে তুলছে আর বাড়াচ্ছে রোগ ব্যাধি। গ্রামের শিশুদের ছেলেবেলার অপুষ্টি এবং বড় হয়ে শহরে অভিবাসনের পর অধিক পুষ্টির মন্দ্র চক্রও এখানে ডায়াবেটিসের জন্য দায়ী।
ডায়াবেটিস হলে করণীয়
আপনার ডায়াবেটিস হয়েছে কিনা অথবা ডায়াবেটিস হয়ে গেলে তা নিয়ন্ত্রণে আছে কিনা তা বোঝার জন্য কিছু টিপস জেনে রাখুন। যে কোন সময় কিছু সন্দেহ হলেই দ্রুত রক্তের সুগারটি মেপে নিন।
ডায়াবেটিসের মূল লক্ষণ যেমন অতিরিক্ত পিপাসা, ঘনঘন প্রস্রাব, রাত্রে উঠে প্রস্রাব করতে হয়, প্রচুর খিদে পায় ইত্যাদি।
আপনি সব সময় সুস্থ ছিলেন, কিন্তু হঠাত্ মনে হচ্ছে ওজন কমে যাচ্ছে, অথচ খাওয় দাওয়া ঠিক মতই চলছে এবং রুচি বা ক্ষুধাও বেশ বেশি, অনেক সময় মাত্রাতিরিক্ত।
যদি এমন হয় দ্রুত ওজন হারাচ্ছে শরীর, অথচ তার কোন চেষ্টা করা হয়নি যেমন হাঁটাচলা, ব্যায়াম কিছুই হচ্ছে না বা খাদ্য নিয়ন্ত্রণের কোন চেষ্টা চলছে না, অথবা অকারণে ওজন কমছে, তাহলে ধরে নিতে পারেন রক্তের সুগার বেড়েও যেতে পারে।
আপনি ভাল ছিলেন অথচ বেশ কিছু দিন যাবত বাড়তি ক্লান্তি বা অবসাদ বোধ করেন।
বারবার ছোট খাট অসুখ হচ্ছে, যেমন- ঘন ঘন শরীরে ফোড়া হচ্ছে, বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, জিহবায় সাদা সাদা ক্যানডিডার আক্রমণ, মহিলাদের যৌনাঙ্গে ঘন ঘন ছত্রাক জাতীয় রোগের আক্রমণ ইত্যাদি।
কোথায় সামান্য কাটা-ছেড়া বা ঘা হবার পর তা দ্রুত শুকাচ্ছে না।
কারণে অকারণে হাত পা অবস হয়ে আসে বা ভারি ভারি লাগে। এগুলোকে মেডিক্যাল টার্মে নিউরোপ্যাথি বলে, যার অন্যতম কারণ ডায়াবেটিস।
পায়ে ঘা হওয়া বা পায়ের আঙ্গুলের মাঝে ছত্রাকের আক্রমণ।
যারা গ্রামে গঞ্জে খোলা যায়গায় প্রস্রাব করেন, সেখানে দেখা যায় পিপড়া আসছে।
ডায়াবেটিস থেকে বাঁচার জন্য প্রতিরোধ করাটাই জরুরী
ডায়াবেটিসের কারণে সমাজ হারাতে পারে কর্মক্ষম ও সম্ভাবনাময় এক তরুণ যুবা প্রজন্মকে। যার সামাজিক ও অর্থনৈতিক মন্দ প্রভাব গোটা জাতিকে স্থবির করে দেবে। আরো যোগ হবে অন্ধত্ব, স্নায়ুর রোগ, কিডনি ও হূদযন্ত্র বিকল হওয়া, পা কাটা যাওয়া ইত্যাদি। এতে হাজার হাজার রোগী নিজেদের কর্মক্ষমতা হারিয়ে, পরিবারের ও সমাজের ওপর অর্তনৈতিক চাপ সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তাই এই ব্যাধিকে প্রতিহত করতে হবে এবং প্রতিরোধ করার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। ডায়াবেটিস জনিত অকালমৃত্যু ও পঙ্গুত্বকে প্রতিরোধ করতে হলে গোড়ায় ঠেকানো ছাড়া বিকল্প নেই। শুধু জীবন যাত্রার একটু খানি পরিবর্তন, একটু সচেতনতা ও সদিচ্ছা শতকরা প্রায় ৬০ ভাগ ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারে।
কিভাবে প্রতিরোধ করতে হবে
রোগটি যেহেতু সারা জীবনের, তাই এই রোগে যাতে আক্রান্ত না হতে পারে সে লক্ষ্যে রোগ হওয়ার আগেই একে প্রতিরোধ করাটাই জরুরী। অর্থাত্ রোগটি আদতে না হতে দেওয়া। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূলমন্ত্র সুশৃংখল জীবন যাপন। এর মাধ্যমে রোগকে দূরে রাখা সম্ভব। নিচের কিছু কিছু টিপস মেনে চললে এ দানব থেকে মুক্তি পাওয়া সম্ভব-
খাদ্যাভ্যাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সময়মতো এবং পরিমাণ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই বেশি বেশি সবুজ শাক সবজির সাথে প্রয়োজন অনুযায়ী মাছ খেতে হবে। কম চর্বি ও কর্ম শর্করাযুক্ত খাদ্য গ্রহণে উদ্ধুদ্ধ হতে হবে। অধিক ক্যালরিযুক্ত খাবার, ফাস্টফুড, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাবার, চকলেট, আইসক্রিম ইত্যাদি পরিহার বা নিয়ন্ত্রণ করতে হবে। চিনি ও মিষ্টি জাতীয় খাবার যেমন মিষ্টি, সরবত, গ্লুকোজ, পায়েস ইত্যাদি কম খেতে হবে। ধূমপানের বিরুদ্ধে যেমন গণসচেতনতা গড়ে উঠেছে, তেমনিভাবে মন্দ খাদ্যাভ্যাসের বিরুদ্ধেও সচেতনতা গড়ে তোলা দরকার।
কায়িক শ্রম ও ব্যায়াম
ডায়াবেটিসের রোগীর ব্যায়ামের বিকল্প নেই। অবশ্যই রোগীদের নিয়মিত কায়িক শ্রম এবং যত অল্পই হোক সার্মথ্য অনুযায়ী ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। সকাল সন্ধ্যা নিয়মিত হাঁটাচলা, হাটে বাজারে কোথাও গেলে অল্প দূরত্বে রিকশা বা গাড়ি ব্যবহার না করা, অল্প কয়েক তলার জন্য লিফট ব্যবহার না করা ইত্যাদি। আরো সম্ভব হলে সাঁতার বা জগিং করা, ব্যায়ামাগারে গিয়ে সৃশৃংখল ব্যায়াম করা। মোট কথা নিজেকেই ঠিক করে নিতে হবে তিনি কি ধরণের ব্যায়াম করবেন, কি করতে পারবেন। শিশু, কিশোর বয়স্ক সবার মধ্যেই কায়িক শ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। খেলার মাঠ ছাড়া কোন স্কুল-কলেজ থাকতে পারবে না। পাড়ায় পাড়ায় থাকবে পার্ক বা খোলা জায়গা, হাঁটার উপযোগী ফুটপাত এবং সর্বোপরী নিরাপদে হাঁটার পরিবেশ। জেনে রাখা ভাল ব্যায়াম মাসপেশির জড়তা দূর করে, রক্ত চলাচলে সাহায্য করে, ইনসুলিনের কার্যকারিতা এবং নি:সরণ বাড়ায়। ডায়াবেটিসের রোগীর রক্তের ভালো কোলেস্টেরল কম থাকে, যা করোনারি হার্ট ডিজিজের একটি বড় ঝুঁকি থাকে। ব্যায়ামের মাধ্যমে ভালো কোলেস্টেরল বাড়ানো যায়।
শিক্ষা ও সচেতনতা
একবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেলে তা হয়ে যাবে আজীবনের রোগ। তাই এই রোগটি যাতে না হয়, তার জন্যই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একবার এই রোগে আক্রান্ত হয়ে গেলে সারা জীবন একে নিয়েই রোগীকে বাঁচতে হবে। এ জন্যই প্রয়োজন রোগটি সম্পর্কে জানার যথাযথ শিক্ষা। একবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেলে সচেতন রোগীকে নিজেই রোগ নিয়ন্ত্রণে রাখার দক্ষতা অর্জন করতে হবে। পরবর্তী সময়ে জীবন প্রণালী সহজভাবে গ্রহণ এবং যে কোন জরুরী অবস্থা সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখতে হবে। রোগের লক্ষণ ও ঝুঁকি সম্পর্কে অবগতি, কখন কেন রক্তের চিনি পরীক্ষা করা জরুরী, শনাক্তকরণ পরীক্ষার সহজলভ্যতা ও ব্যয় সংকোচন এই বিষয়গুলো সবার জানা উচিত। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পাঠ্যপুস্তকে সঠিক জীবনাচরণ সম্পর্কে তথ্য অর্ন্তভূক্তি, মিডিয়ার ব্যবহার, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সামাজিক নেতাদের প্রশিক্ষণ, সমাজ কর্মীদের সচেতন করে তোলা, সচেতনতা ক্যাম্প ইত্যাদির ব্যবস্থা করা যেতে পারে।
নিয়ম শৃঙ্খলা
ডায়াবেটিস রোগীর জীবন কাঠি হলো নিয়ম-শৃঙ্খলভাবে জীবন যাপন। এর মানে সব কিছু নিয়ম মাফিক মেনে চলা। যেমন-খাওয়া-দাওয়া, ঠিক মত হাঁটাচলা বা ব্যায়াম করা, ওষুধপত্র নিয়ম মাফিক ব্যবহার করা ইত্যাদি। যারা শৃঙ্খলা মেনে চলে তারা যেমন ডায়াবেটিস হওয়া থেকেও মুক্ত থাকতে পারে, এমনকি ডায়াবেটিসে আক্রান্ত হলে একে নিয়ন্ত্রণে রাখাও খুবই সহজসাধ্য ব্যাপর হয়ে যায়। ফলে স্বাভাবিক জীবন যাপন যেমন সম্ভব হয়, তেমনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীর জন্য প্রতিনিয়ত বয়ে আনে সমস্যাগুলো থেকেও বাঁচা সম্ভব।
মনে রাখতে হবে, প্রাথমিক অবস্থায় রোগের জটিলতা সম্পর্কে ভালোভাবে জেনে এবং এগুলো সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আরো বাড়তি সমস্যা থেকে বাঁচা সম্ভব। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না, তা ধেকার জন্য মাঝে মধ্যে রক্তের সুগার টেস্ট করাতে হয়। গ্লুকোমিটার দিয়ে বাড়িতে বসে সহজেই তা করা যায়। এসব ছোট মেশিন অল্প দামে আমাদের দেশেও পাওয়া যায়। অভূক্ত অবস্থায় রক্তের সুগারের পরিমাণ ৬ মিলিমোল এবং খাওয়ার পরে ৮ মিলিমোল কাছাকাছি হলে ভালো নিয়ন্ত্রণে আছে বলে মনে করতে হবে। রক্তের ঐনঅ১প মেপেও নিয়ন্ত্রণের ধারণা করা যায়। ঐনঅ১প ৭% নিচে হলে তিন মাস ধরে সুগার ভালো নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। চল্লিশ পরবর্তী সব নাগরিকের মাঝে মধ্যে রক্তের সুগার পরীক্ষা করা জরুরী। স্থূলতা, পারিবারিক ইতিহাস ইত্যাদি ঝুঁকি থেকে থাকলে তাদের এ ব্যাপারে আরো সচেতন হওয়া জরুরী। গর্ভবতী হলে অবশ্যই রক্তের সুগার পরীক্ষা করাতে হবে। ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিত্সা একটি সমন্বিত পদক্ষেপ। সরকার, চিকিত্সক, কোন প্রতিষ্ঠান বা কারও একার পক্ষে কখনো এই বিপুল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সমাজের প্রতি স্তরে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে একে প্রতিরোধ করার জন্য। আসুন একটি সুস্থ, কর্মোদ্যম ও প্রাণবন্ত জাতি গড়ে তোলার লক্ষ্যে সবাই মিলে এই নীরব ঘাতকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।
চিকিৎসা পদ্ধতি
একবার আক্রান্ত হয়ে গেলে রোগী যেমন চিকিত্সা সম্পর্কে ভাল ধারণা রাখবেন, সাথে মাঝে মাঝে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সাও গ্রহণ করবেন। রোগীদের মনে রাখতে হবে বারডেমের প্রতিষ্ঠাতা এবং এদেশের ডায়াবেটিস চিকিত্সার পথিকৃত প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম সাহেবের মূল তিনটি বিখ্যাত উপদেশই আপনার চিকিত্সার মূলমন্ত্র। তা হলে ইংরেজিতে তিনটি “ডি”-
প্রথম ডি- ডায়েট বা খাদ্য নিয়ন্ত্রণ, যা থেকে ৬০-৮০ ভাগ রোগী এতেই ভালো থাকেন।
দ্বিতীয় ডি- ডিসিপ্লিন বা শৃঙ্খলা (সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি)
তৃতীয় ডি- ড্রাগ বা ওষুধ খুব অল্প সংখ্যক রোগীরই প্রয়োজন পড়বে।
ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সুখবর:
ডায়াবেটিস জটিল রোগ হলেও আধুনিক যুগে এর প্রভাব থেকে মুক্ত করার আধুনিক পদ্ধতিও বের হয়েছে। সরাসরি আমেরিকা থেকে আমাদানিকৃত বিশ্বখ্যাত সয়া ফুড গ্রহনের ফলে স্বাভাবিকের মতই জীবন যাপন করা সম্ভব। যে খাদ্যটি এখন বাংলাদেশে সকলের হাতের নাগালে। এতটা নিয়ম মেনে চলা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে পড়ে তাই খুব সহজে সয়া ডায়েট এবং ডি-কেয়ার বিস্কুট গ্রহন করেই শতকরা ৯৯% ভাগ ডায়াবেটিস রোগী সুস্থ আছেন।
মজার ব্যাপার হলো কোন প্রকার ঔষধ বা ইনসুলিন ছাড়াই মানুষ এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছে। আর দামটাও অবিশ্বাস্য সয়া ডায়েট মাত্র ২০৫ টাকা এবং ডি কেয়ার ৩৯০ টাকায় পাওয়া যাচ্ছে। (সর্বমোট ভিজিটঃ 383 বার)
Share this: http://www.coxsbazarnews.com/%E0%A6%A1%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%93-%E0%A6%AC/

Similar Documents

Free Essay

Xxxxxxxx

...Sunday, January 22, 2012 Business Bangladesh can be social business champion Social business promises to make Bangladesh a champion in solving global problems, Hans Reitz, founder of Grameen Creative Lab, said yesterday. "The country has its own problems to solve. It has suffered a lot from poverty, natural disasters, malnutrition, illiteracy and many other social problems," he said. "Bangladesh will probably have to handle similar problems in the future as well. It is a place where anyone can find problems easily." But there is a brighter side to it. The experiences of dealing with so many social problems for so long can help solve social ills around the world. "It is just a matter of time that Bangladesh becomes a champion in social business to solve social problems," Reitz said. The 45-year-old spoke at a gathering at The Daily Star Centre in Dhaka. His German-based lab promotes social businesses and the principles of Professor Muhammad Yunus. The profits of capitalist businesses are private and mainly used for personal gratification, Reitz said. "But my enjoyment should not take away other people's enjoyment." Reitz said the capitalist businesses cannot be social businesses because they operate on a mission, whereas social businesses hinge on values. Social business ventures should not be tax-free or have special licences to operate, he said. "It is a normal business. Unlike not-for-profit business, we are part of the business community and have to pay tax." Entrepreneurs...

Words: 3259 - Pages: 14

Free Essay

Green Banking

...Bank Limited (TBL) represents its continued commitment to publish information on sustainability matters every year. The Sustainability Report consists of only the GRI technical section to meet the requirements of the Global Reporting Initiative. The scope of the information provided in this report basically covers the activities of Trust Bank Limited in Bangladesh. This report was prepared to make adherence to an application level of the Global Reporting Initiative and is unconfirmed by external assurances. For more information about sustainability at Trust Bank Limited please go to www.trustbanklimited.com. 01. STRATEGY AND ANALYSIS 1.1 CHAIRMAN’S STATEMENT Please see the statement from the Chairman of Trust Bank Limited’s Board of Directors published at the beginning of the Annual Report 2011. 1.2 KEY IMPACTS, RISKS AND OPPORTUNITIES The impacts of the activity of Trust Bank Limited come essentially from three factors:  Its importance as a reference institution in the Bangladesh financial sector;  Its position as a substantial participant in the Bangladesh market;  The importance of the financial sector to balanced economic growth and the contribution that this growth can make to incorporating sustainability more in the economy in general. Therefore, considering the specificity of the financial business, there are a number of positive caused by TBL’s activity, namely:  Sustainable economic development; ...

Words: 12235 - Pages: 49

Premium Essay

Business Methods

...degree and Dr.M.Khairul Hossain, Professor of Finance Department at Faculty of Business Studies, University of Dhaka, who is also the Honorable course teacher of this course. He has asked us to make a term paper regarding to our course. Our topic is to prepare a report on “Trend of export of commodities from Bangladesh: An Analysis of sector wise contribution to GDP.” provided by the honorable course teacher. This is a group task. Objectives The objectives of this report are: * To fulfill the partial requirement of MBA degree. * To be able to use theoretical knowledge into practice to know the practical aspect in Bangladesh. * To develop our skill in using analytical tools and techniques. * To develop our interpersonal views and concept through sharing among every member of the group that is reflected in this report. The main objective of the study is to pinpoint the major aspects of export of Bangladesh and also examining the ways and means to overcome problems, thereby highlighting the prospects of on this issue. To achieve the main objective, the study highlights the following specific objectives. 1. To examine the trend of export of Bangladesh over years. 2. To examine the sector wise export’s trend. 3. To find out the major problems hindering in exports. 4. To highlight the prospects of removing the problems involved therein. Methodology Research type: This is basically an explanatory/descriptive research because it will try going insight...

Words: 3028 - Pages: 13

Premium Essay

The Shadow Lines- the Significance of the Title

...The Shadow Lines – Significance of the title The novel ‘The Shadow Lines’ by Amitav Ghosh centers around a young boy, the narrator, whose growth in age and maturity is traced slowly through his understanding of the memories that connect him and his family members. Through the book, we watch him move backwards and forwards in time as bits and pieces of stories, both half-remembered and imagined, come together in his mind until he arrives at an intricate, interconnected picture of the world where borders and boundaries mean nothing, mere shadow lines that we draw dividing people and nations. The title ‘The Shadow Lines’ is the author’s commentary on the artificial nature of cultural, ideological, geographical and psychological borders, which he asks us to disregard in favour of a broader humanism. The titular ‘shadow lines’ can refer to many different things, but I believe the fundamental allusion he makes is to the borders that separate nations from each other. Divisions between nations - shadow lines Amitav Ghosh asserts that the borders that separate nations are nothing more than artificial lines created by men. Thus, the ‘shadow lines’ of the title are the borders that divide people, and one of the main emphases of the novel is on the arbitrariness of such cartographic demarcations. Why are these lines ‘shadowy’ then? Because like shadows, they lack substance, they lack meaning. Ghosh believes that these ‘shadow lines’, these meaningless borders, can...

Words: 2945 - Pages: 12

Free Essay

Asasa

...Chapter: 1 Introduction 1. Introduction As mandatory requirement of the Bachelor of the Business Administration (BBA) program under Eastern University, this report entitled – “Business Strategy”, a study on Fareast Islamic Life Insurance Co. Ltd. Insurance is a growing business in Bangladesh and has more and more scope to develop the economy of Bangladesh. In this report, we have tried our best to introduce the company and show their background, company policies, financial condition, performance and various analyses. 1.2 Objectives of the Study The report is the part of the Insurance sector that we are studying in our BBA course. The objective of the report is to present the practical view about the “Insurance Practices in Bangladesh”, that provides facility to the ends of the Individuals and to transform our modern social order. 3. Scope of the Study The scope of this report is limited to overall description of the company, its services and its financial performance analysis. The scope of the study is limited to organizational setup, functions and performance. Since FILIC is still its growth stage in Bangladesh; it has go to long way to achieve its destination. The report will mainly focus on what criteria FILIC maintaining before insuring and their claim settlement process. The will also emphasize on the financial ratios. 1.4 Methodology of the Study Selected Subject Matter We have asked...

Words: 5704 - Pages: 23

Free Essay

Rofikul Islam Cv

...rofikulbd@gmail.com | | Career Object: To build up an excellent career by hard working in a good environment, Where I will be able to utilize my Creativity, Honesty, Technical skill and Innovation power to achieve organization as well as my goal. For this reason I need to be a part of a well-known organization where I can do so. Education: Masters of Business Administration (MBA)[Evening] Department of Marketing Result: On going UNIVERSITY OF DHAKA Masters of Business studies (MBS) 2010 Department of Finance and Banking National University, Bangladesh. Result: Appeared Institution: Tejgaon College, Dhaka.1 1 Bachelor of Business studies (BBS) Hons' 2009 Department of Finance and Banking National University, Bangladesh. Result: First class (11st) Institution: Govt. Azam Khan Commerce College, Khulna. Higher Secondary Certificate (HSC)'2005 Grade: G.P.A.: 4.20 (Out of 5.00) Group: Commerce. Board: Jessore, Institution: Kazi Azahar Ali College, Fakirhat. Secondary School Certificate (SSC)' 2003 Grade: G.P.A 3.50 (Out of 5.00) Group: Commerce. Board: Jessore, Institution: Madhudia Ichchamoyee Sceondary School, Bagerhat Computer Skills: Familiar with Microsoft world, Microsoft Excel, Microsoft Access, Microsoft Power point, Adobe Photoshop, Internet Application and Browsing. I Have Completed...

Words: 429 - Pages: 2

Free Essay

Banking Related Term Paper Is Badly in Need. and Seeking Eagerly.

...Role of BSCIC (Bangladesh Small & Cottage Industries Corporation) UNIVERSITY OF DHAKA [pic] Submitted To: Dr. A R Khan Professor and Former Chairman Department Of Banking University Of Dhaka. Submitted By: Md. Mostafa Jabed Kaychar Dept. Of Banking & Insurance ID NO: 51221016 Batch-21st. “Bismillahir Rahmanir Rahim” Report based on the role of “BSCIC” (Bangladesh Small & Cottage Industries Corporation) in the promotion of small entrepreneurship in Bangladesh. Introduction Bangladesh Small & Cottage Industries Corporation (BSCIC) was established in recognition of the need for a specialized agency to promote the development of Small, Medium & Cottage Industries (SMCIs) in the manufacturing sector through the provision of advisory services, fiscal and financial assistance, infrastructural facilities, market access and other support programme. BSCIC strives to create resilient and efficient SMCIs, able to compete in a liberalized market environment. SMCIs have to be efficient and knowledge-driven, including using ICT to be globally ‘connected’ and accessible. The Corporation...

Words: 4250 - Pages: 17

Free Essay

Cv Format

...CURRICULAM VITAE Md. Rabiul Hosain, H# 550, Ramchandrapur (Bashar Road), Ghoramara, Boalia, Rajshahi-6100. Mobile- 01740042874, E-mail: embarabi@ gmail.com MBA; Studying Name of the Institution : Evening MBA, Rajshahi University, Department of Marketing. Bachelor Degree: Name of the Institution : Asian University of Bangladesh. Degree Obtained : BBA (Major in Marketing) Year of Passing : 2009 Result : CGPA 3.523on a 4.00 point scale. Higher Secondary Certificate: Name of the Institution : Rajshahi Govt. City College, Rajshahi. Degree Obtained : Higher Secondary Certificate (Group: Science) Year of Passing : 2003 Result : CGPA 3.00 on a 5.00 point scale. Secondary School Certificate: Name of the Institution : Rajshahi Islami Siksha & Gobesona Kendra Model School. Degree Obtained : Secondary School Certificate (Group: Science) Year of Passing : 1999 Result : First Divition Marks : 667 Name : Md. Rabiul Hosain Father’s Name : Md. Tofazzal Hosain Mother’s Name : Mst: Rawson Ara Hosain Home District : Rajshahi, Date of Birth : 18-06-1984 Marital Status : Single Nationality : Bangladeshi (By born) Religion : Islam • Bangla : Mother Language • English: Good command over written and spoken in English ...

Words: 276 - Pages: 2

Premium Essay

Hasnat

...] Floods in Bangladesh can be divided into three categories: (a) monsoon flood - seasonal, increases slowly and decreases slowly, inundates vast areas and causes huge losses to life and property; (b) flash flood - water increases and decreases suddenly, generally happens in the valleys of the hilly areas; and (c) tidal flood - short duration, height is generally 3m to 6m, blocks inland flood drainage.The combined annual flood wave from the Ganges, brahmaputra and Meghna rivers passes through a single outlet, the lower meghna tide levels in the bay of bengal, reducing the slope and discharge capacity of the Lower Meghna. The effects of these high river water levels extend over most of the country and are the main determinant of the drainage condition and capacity. The discharge from minor rivers is reduced and surface drainage by gravity is limited to land above the prevailing flood level. Flooding caused by this drainage congestion exists nearly everywhere except in the highland and hilly areas in the northern and eastern parts of the country. | | | | | | | | The factors for causing floods in Bangladesh are: (a) general low topography of the country with major rivers draining through Bangladesh including a congested river network system, (b) rainfall in the upstream country or in the mainland, (c) snow-melt in the himalayas and glacial displacement (natural), (d) river siltation/lateral river contraction/landslides, (e) synchronisation of major river peaks and influences...

Words: 624 - Pages: 3

Free Essay

Md Shafiul Islam B.A.

...Resume of Shafiul MD:SHAFIUL ISLAM House# 30, Road# 04, Sector# 03 Uttara, Dhaka-1230 Phone# 9898987(on req) Mobile# (88) 01710452900 (88) 01730332041 e-mail: shafiuli89@gmail.com | |To establish dynamic carrier through a challenging job opportunities. | | |To provide transparent and quality services. | | |To acquire adequate knowledge in order to establish carrier as an executive. | | |To develop and inherence service methodology and styles in a teaching oriented organization. | | | | | |Name Md. Shafiul Islam | | |Father's Name Md. Abdul Mozid | | |Mother's...

Words: 346 - Pages: 2

Free Essay

International Hotel

...The European Hotel Specialist! English Euro (EUR) Travel Videos | Travel News | My Booking | Customer Service Home United Kingdom London Tommy Miahs Raj Hotel Tommy Miahs Raj Hotel 366 Essex Road, N1 3PD LondonPhotos Location. Tommy Miahs Raj Hotel is located in London, close to Geffrye Museum, St. Paul's Cathedral, and Tower of London. Nearby points of interest also include Trafalgar Square and Emirates Stadium. Hotel Features. Tommy Miahs Raj Hotel's restaurant serves breakfast, dinner, and weekend brunch. Additional property amenities include tour/ticket assistance. A total renovation of this property was... [Read More] Hotel Rooms : 41 Score from 95 reviews Show map Open Photo Gallery Lowest Price Guarantee! Check Availability for Tommy Miahs Raj Hotel Check-in date: Check-out date: Rooms Adults Children Room 1 Hotel Facilities Hotel info Hotel Policies 24-hour front desk Cable television service Check-in time starts at (2 PM) Check-out time is (noon) Coffee/tea maker Complimentary toiletries Daily housekeeping Fax machine Flat-panel television Free Wi-Fi Hair dryer (on request) In-room safe Non-smoking only Private bathroom Restaurant(s) in hotel Shower only Television Internet access (complimentary) Total number of rooms - (41) Tours/ticket assistance Wake-up calls Eurobookings.com - Safe and Secure! Your reservation is absolutely secure. SSL...

Words: 1287 - Pages: 6

Free Essay

Industrial Police of Bangladesh

...question in today’s business organizations. As Bangladesh is a developing country. Its economy is highly dependent on current and potential industries. But some industrial disputes and collusion had taken these industries to the border of destruction. In October 31, 2011 government has declared the journey of industrial police. Its main duty is to maintain peace in the industry. But it has some special duties and special authorities, which are different from other polices of our country. This paramilitary force is a very useful gift to the Bangladesh industry. So from different aspect, industrial police plays a very important role for our country. So we prepared this report on “Industrial Police of Bangladesh”. ------------------------------------------------- Origin of the Report In accordance with business organizations business educations has taken a new form. In here every education is meaningless if it is not implemented in practical field. That is why, at the end of the course a report is given to us to enrich our experience and practical knowledge about that course. That is why report on “Industrial Police of Bangladesh” was given to us in respect of our course “Business and Industrial Law”. ------------------------------------------------- Introduction Polices devoted to maintain the environment of the industry and enforce the law regarding industrial sector is called Industrial Police. For a developing country like Bangladesh industries are playing a very important...

Words: 2837 - Pages: 12

Premium Essay

Idcol : Financier with a Vision

...About Infrastructure Development Company Limited (IDCOL) Infrastructure Development Company Limited (IDCOL) was established on 14 May 1997 by the Government of Bangladesh (GOB). The Company was licensed by Bangladesh Bank as a non-bank financial institution (NBFI) on 5 January 1998. Since its inception, IDCOL is playing a major role in bridging the financing gap for developing medium and large-scale infrastructure and renewable energy projects in Bangladesh. The company now stands as the market leader in private sector energy and infrastructure financing in Bangladesh. IDCOL is managed by a seven-member independent Board of Directors comprising four senior government officials, three prominent entrepreneurs from the private sector and a full time Executive Director and Chief Executive Officer. It has a small and multi-skilled work force comprising economists, financial and market analysts, engineers, lawyers, IT experts and accountants. IDCOL's stakeholders include the government, private sector, NGOs, multilateral institutions, academics and the people of Bangladesh at large. Mission and Values of IDCOL IDCOL's mission is to promote economic development in Bangladesh by encouraging private sector investment in energy and infrastructure projects. IDCOL's values include: • Global standard and competence: IDCOL is committed to deliver financial services to the clients maintaining global standards and competence; • Transparency and integrity: IDCOL believes in maintaining...

Words: 345 - Pages: 2

Premium Essay

Bangladesh

...1.1 Bangladesh Status General Status (a) GEOGRAPHY & CLIMATE Official Name : Capital : The People’s Republic of Bangladesh. Dhaka Geographical Location : North-Eastern part of South Asia situated in-between 20° 34’ & 26° 38’ – North Latitude and 88° 01’ & 92° 41’ – East Longitude. International Boundaries: North – India (West Bengal & Meghalaya ) West – India (West Bengal) East – India (Tripura & Assam) and Myanmar South – Bay of Bengal Area Standard Time : : 147570 (Sq. Km.) GMT + 6 hours 2 3 Climate : Sub-tropical monsoon Principal Seasons : Winter : Period - December-February Temperature - Max – 29°C & Min – 09°C Summer : Period - April – September Temperature - Max – 38°C & Min – 21°C Monsoon : Period - July – October (80% of rainfall occurs during this period) Rainfall Humidity : : 120 ~ 345 cm (47’’ ~ 136’’) during Monsoon Highest : 99 % (July) Lowest : 36 % (December & January) Land Type : Flat fertile alluvial land (with hilly landscapes in the East and North – Eastern regions). Vegetation : Grassland, mixed evergreen and evergreen. 4 Major Cities : Dhaka, Chittagong, Khulna, Rajshahi, Sylhet, Bogra, Narayanganj, Barisal, Mymensingh, Comilla and Jessore. Sea Ports : Major Two Sea Ports. i) Chittagong and ii) Mongla. Major Inland Ports : Dhaka, Narayanganj, Chandpur, Barisal, Khulna, Noapara, Bhairab Bazar, Ashuganj, Sirajganj...

Words: 3036 - Pages: 13

Premium Essay

Report

...The SME products and functions of Prime Bank Limited [pic] Bangladesh University of business and technology (BUBT) The SME products and functions of Prime Bank Limited Prepared for: Md. zakir Hossain Lecturer Department of finance Bangladesh University of business and technology (BUBT) Prepared by: The extreme’z |SL No. | Name |Roll no. | |01. |Md. Safiul hasan |10113101056 | |02. |Ayesha siddika |10113101057 | |03. |Md. imadul haque khan |10113101075 | |04. |Fatema-tuz-zohora Tama |10113101077 | |05. |Farzana Anower |10113101090 | Intake: 25th section: 02 program: B.B.A Date of submission: 10th September, 2011 Date: 10th September, 2011 MD. zakir hossain Lecturer Department of finance Bangladesh University Of business and technology Dear Sir, It is our pleasure to submit the report on “The SME products and functions of Prime Bank Limited” as requirement of BUS-101...

Words: 2877 - Pages: 12