Free Essay

Joutuk

In:

Submitted By bamovies4u
Words 262
Pages 2
একজন "শিক্ষিত অমানুষ" ও একজন "অশিক্ষিত কিন্তু মানুষ" এর গল্প।

আসুন দুইটি ঘটনা থেকে মনুষ্যত্ব খুঁজে বের করিঃ
কেস স্টাডি ১: আমার বান্ধবী রোমানা (ছদ্মনাম)
আমার সাথে ইডেন মহিলা কলেজেপড়ে । আমার জীবনে এতো নম্র ভদ্র
মেয়ে দেখি নি । আমরা যেখানে বন্ধু বান্ধবীরা আড্ডা দিতে পছন্দ
করি,সেখানে রোমানা এক রক্ষণশীশ পরিবারের মেয়ে । মাথা নিচু
করে কলেজে আসে আবার মাথা নিচু করে বাসায় ফিরে যায় ।
অনার্স তৃতীয় বর্ষে থাকা কালীন বেসরকারী ব্যাংকের উচ্চ
পদস্থ কর্মকর্তার সাথে বিয়ে হয় । আমরা ঐ
বিয়েতে অনেক আনন্দ করেছিলাম । রোমানার বর মাসে মোটা অংকের বেতন পায় এবং সো হ্যান্ডসাম । এক কথায় কর্পোরেটযুবক ।
বিয়ের একবছর পর রোমানা ভিষণ অসুস্থ । হাসিখুশি চেহারা আজ
রুপান্তরিত হয়েছে এক বিষাদসিন্ধুতে । তার বর তাকে এখন বাবার
বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয় ,মার ধর করে । অথছ
রোমানার বাবার সারাজীবনের সঞ্চয় পেনশনের টাকা খরচ
করে মেয়ের সুখ কেনার জন্য এই ব্যাংকারের
সাথে বিয়ে দেন । যতদূর জানি প্রায় ১০ লক্ষ টাকা খরচ
করে বিয়েদেন আঙ্কেল । রোমাণা খুব ভালো নেই ।
যৌতুকের বলি হতে যাচ্ছে । তবুও সে ঐ বরকে কিছু
বলে না । মুসলিম নারী ,স্বামীর পায়ের নিচে জান্নাত ।
রোমানার বাবার হার্টে ২ টা রিং লাগানো।
রোমানা বাবাকে কিছু বলতেও পারছেনা ।শেষে যদি বাবার
কিছু হয়ে যায় মেয়ের টেনশনে ? রোমানা নির্যাতিনের
স্বীকারহচ্ছে ।

ওর বর বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষা পেয়েছে ?

কেস স্টাডি ২: এই মাসের এক তারিখে আমাদের বুয়া কাজ
ছেড়ে চলে গেছে । তার মেয়ে জামাই বলেছে মা আপনাকে আর কাজ
করে খেতে হবে না । আপনার এই ছেলে আপনাকে দেখবে ।
যতদিন বেঁচে আছেন আমার আর আসমার মাথার উপর ছায়া হয়ে থাকবেন ।

বিঃদ্রঃ রোমানার বর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী ।
আসমার বর বড় জোর দিন মজুরী করে । অথচ দেখুন মনুষ্যত্ব কার কেমন ?

Similar Documents

Premium Essay

Business and Manegement

...International Journal of Social Science Studies Vol. 2, No. 2; April 2014 ISSN 2324-8033 E-ISSN 2324-8041 Published by Redfame Publishing URL: http://ijsss.redfame.com Social Norms and Impediments of Women Development in Bangladesh Abul Kalam Lecturer in Sociology, Department of Economics, Bangladesh University of Business and Technology (BUBT)Mirpur-2, Dhaka, Bangladesh Correspondence: Md. KALAM, 32-44 Steinway Astoria, NY11103, United States. Received: January 11, 2014 doi:10.11114/ijsss.v2i2.365 Accepted: February 17, 2014 Available online: March 3, 2014 URL: http://dx.doi.org/10.11114/ijsss.v2i2.365 Abstract This study focuses upon the contemporary process of Social Norms and Impediments of Women Development in Bangladesh. The development of women in organizations, Decision making, Political participation and gender mainstreaming is currently seen as the dominant conceptual model for promoting social justice and women equality. This study intends to see the position of women, discourses and various political, economic and social factors that surrounded these events. The impediments of women in Bangladesh were being pulled in different directions as a result, the context of social norms and gender inequality that existed at global, national, community and domestic levels. Child marriage is one of the main impediments of women empowerment and implementation of the government‟s vision-2021. In Bangladesh, the patriarchal capitalism puts women...

Words: 7108 - Pages: 29